হঠাৎ জ্বরে ১৬ ঘণ্টার ব্যবধানে একই পরিবারের দুজনের মৃত্যু

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২০, ০২:৩২ পিএম

মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়া সংলগ্ন জসলদিয়া গ্রামে হঠাৎ জ্বরে মাত্র ১৬ ঘণ্টার ব্যবধানে চাচি-ভাতিজার মৃত্যু হয়েছে।

তাদের আকস্মিক মৃত্যুতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থলে গেছেন। মেডিকেল দলও খোঁজখবর নিচ্ছেন।

আজ (২৭ জানুয়ারি) ভোররাত ২টায় লৌহজংয়ের জসলদিয়া গ্রামের মীর সোহেলের মেঝ ছেলে মীর আব্দুর রহমান (৩) হঠাৎ জ্বরে আক্রান্ত হয়ে মাত্র এক ঘণ্টার মধ্যে মারা যায়। এর আগে গতকাল রবিবার সকাল ৮টায় রহমানের চাচি মীর জুয়েলের স্ত্রী শামীমা বেগম (৩৪) একইভাবে মারা যান।

শামীমার দেবর মীর শিবলু জানিয়েছেন, ভাবী গতকাল সকালে জ্বর অনুভব করেন। ধীরে ধীরে জ্বর কিছুটা বাড়ার পর শরীরের বিভিন্ন অংশে চাক চাক রক্তের দাগ দেখা যায়। মাত্র ঘণ্টা খানেকের মধ্যেই তার মৃত্যু হয়। এরপর গতরাতে আব্দুল রহমান একইভাবে জ্বর জ্বর অনুভব করে মাত্র ঘণ্টা খানেকের মধ্যে মারা যায়। তার শরীরেও রক্তের দাগ দেখা যায়। বিষয়টি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রকে জানানো হয়েছে।

শামীমার দাফন সম্পন্ন হয়েছে। তবে রহমানের দাফন এখনো সম্পন্ন হয়নি। তার মরদেহ চিকিৎসকরা পরীক্ষা করে দেখছেন।

লৌহজং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শামীম আহমেদ বলেন, আমরা বিষয়টি জেনেছি। সেখানে চিকিৎসক পাঠানো হয়েছে। তিনি এসে রিপোর্ট দিলে তা পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হবে। সিভিল সার্জনসহ বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh