সুনামগঞ্জে মৃদু ভূমিকম্প

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২০, ০২:১৮ পিএম | আপডেট: ২৭ জানুয়ারি ২০২০, ০২:১৮ পিএম

সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। এর স্থায়িত্ব ছিল কয়েক সেকেন্ড।

আজ দুপুর ১টা ৯মিনিটে এই ভূকম্পন অনুভুত হয়। এসময় আতঙ্কিত লোকজন ঘর ছেড়ে বাইরে বের হয়ে আসে এবং খোলা স্থানে অবস্থান নেয়। 

এখন পর্যন্ত কোথাও হতাহতের খবর পাওয়া যায়নি।

এছাড়া সিলেটেও ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা এখনো জানা যায়নি বলে জানিয়েছে সিলেট আবহাওয়া অধিদপ্তর।

এদিকে ভূকম্প শুরু হওয়ার পর নগরীর জিন্দাবাজারে বিভিন্ন মার্কেট ও অফিস থেকে আতঙ্কিত লোকজনকে রাস্তায় বের হয়ে আসতে দেখা যায়। এ সময় মার্কেটের ক্রেতারা ছোটাছুটি শুরু করেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh