গোপীবাগে নির্বাচনি প্রচারে আ.লীগ-বিএনপি সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২০, ০১:৪৬ পিএম | আপডেট: ২৬ জানুয়ারি ২০২০, ০৩:০৫ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি কপোরেশনের (ডিএসসিসি) গোপীবাগে নির্বাচনি প্রচারের সময় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আজ রবিবার (২৬ জানুয়ারি) দুপুর ১টার দিকে এ সংঘর্ষ শুরু হয়।

বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেনের নির্বাচনি প্রচারে প্রতিপক্ষের হামলার খবর ছড়িয়ে পড়লে এ সংঘর্ষের সূত্রপাত হয়। 

এসময় ধাওয়া-পাল্টা ধাওয়া ও গাড়ি ভাঙচুর শুরু হয়। এ সময় উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। এছাড়া সময় সংবাদের চিত্র সাংবাদিক আশরাফুল ইসলাম আহত হয়েছেন। 

শেষ খবর পাওয়া পর্যন্ত গেছে, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন।

কর্তব্যরত এক পুলিশ কর্মকর্তা জানান, তাদের কথা ছিলো যে প্রার্থীরা যেদিকে যাবে সেটা তারা আগে জানাবে। কিন্তু তারা আমাদের ইনফর্ম করেনি। ফলে আমরাও যথেষ্ঠ নিরাপত্তা দেয়া সম্ভব হয়নি। তবে সেরকম কোনো আহতের খবরাখবর পাওয়া যায়নি।

উত্তপ্ত বাক্য বিনিময় থেকেই এই সংঘর্ষের সূত্রপাত। বর্তমানে অবস্থা শান্ত। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো জায়গাটিকে ঘিরে রেখেছেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh