৩১ জেলেকে পানিতে ফেলে হত্যা মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২০, ০৮:৪৮ এএম | আপডেট: ২৬ জানুয়ারি ২০২০, ১১:৫১ এএম

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৩১ জেলেকে পানিতে ফেলে হত্যাসহ ২০টিরও বেশি মামলার আসামি মোরশেদ আলম (৩৫) নিহত হয়েছে।

আজ রবিবার (২৬ জানুয়ারি) ভোরে উপজেলার বাণীগ্রাম লটমুণি পাহাড় এলাকায় এই ঘটনা ঘটেছে।

মোরশেদ বাঁশখালী উপজেলার চাম্বল এলাকার বাসিন্দা। তিনি বঙ্গোপসাগরে জেলেদের নৌকায় ডাকাতি করতেন বলে অভিযোগ রয়েছে।

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি থ্রি কোয়ার্টার গান, দুইটি ওয়ান শ্যুটার গান, ১৯ রাউন্ড গুলি ও ৩টি রামদা জব্দ করা হয়।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন এ তথ্য নিশ্চিত করে বলেন, রবিবার ভোরে র‌্যাবের একটি টহল দল বাঁশখালীর বাণীগ্রাম এলাকা দিয়ে যাওয়ার সময় একদল ডাকাত র‌্যাব সদস্যদের ওপর হামলা চালায়। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরা পাল্টা গুলি চালায়। 

তিনি বলেন, এক পর্যায়ে ডাকাত দলের সদস্যরা পালিয়ে গেলে সেখানে একজনের মরদেহ পাওয়া যায়। নিহত ব্যক্তির নাম মোরশেদ আলম। মোরশেদ বঙ্গোপসাগর এলাকার  জলদস্যু। 

তিনি আরো বলেন, মোরশেদের বিরুদ্ধে বঙ্গোপসাগরের কুতুবদিয়া এলাকায় ৩১ জেলেকে পানিতে ফেলে হত্যা মামলাসহ দুই ডজনের অধিক মামলা রয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh