ইরানের হামলায় ৩৪ মার্কিন সৈন্যের মাথায় আঘাত: পেন্টাগন

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২০, ০১:৫৫ পিএম

ইরাকের একটি সামরিক ঘাঁটিতে চলতি মাসে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রের ৩৪ সৈন্যের মাথায় মারাত্মক আঘাত লেগেছে। 

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগন গতকাল শুক্রবার একথা জানায়। 

পেন্টাগন মুখপাত্র জোনাথন হফম্যান সাংবাদিকদের বলেন, পরীক্ষা-নিরীক্ষা শেষে দেখা গেছে মোট ৩৪ সৈন্য মস্তিষ্কে মারাত্মক আঘাত পেয়েছে। মস্তিষ্কে আঘাত (ট্রমাটিক ব্রেন ইনজুরি) পাওয়া এই সেনাদের চিকিৎসা দেয়া হয়েছে।

এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের কোনো নাগরিক হতাহত হয়নি। পরে যদিও কর্তৃপক্ষ বলেছিল, এ হামলায় ১১ সৈন্য আহত হয়েছে।

ইরান গত ৭ ও ৮ জানুয়ারি রাতে ইরাকের পশ্চিমাঞ্চলে আইন আল-আসাদ সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। হামলায় ৮০ জন নিহত হয়েছে বলে দাবি করে ইরান।

হফম্যান জানান, আহতদের মধ্যে ১৭ জনকে চিকিৎসার জন্য প্রাথমিকভাবে জার্মানিতে পাঠানো হয়েছিল। এদের মধ্যে আটজন শুক্রবার যুক্তরাষ্ট্রে ফিরে এসেছে।

পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, যুক্তরাষ্ট্রে তাদের চিকিৎসা অব্যাহত থাকবে। এ চিকিৎসা তারা ওয়াশিংটনের কাছের সামরিক হাসপাতাল ওয়াল্টার রীডে, না হয় তাদের নিজ শহরে থাকা বিভিন্ন সামরিক ঘাঁটিতে নিতে পারে। জার্মানিতে অপর নয়জনের চিকিৎসা চলছে।

ওই অঞ্চলে চিকিৎসা নিয়ে অপর ১৭ জন ইরাকে তাদের দায়িত্ব পালনে ফিরে গেছে। -এএফপি

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh