রাজস্থানে সেরা নির্মাতার পুরস্কার পেলেন তৌকীর

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২০, ১২:২৩ পিএম | আপডেট: ২৫ জানুয়ারি ২০২০, ০৭:৩৭ পিএম

নির্মাতা তৌকীর আহমেদ।

নির্মাতা তৌকীর আহমেদ।

‘ষষ্ঠ রাজস্থান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ এ ‘ফাগুন হাওয়ায়’ সিনেমার জন্য সেরা নির্মাতার পুরস্কার জিতলেন তৌকীর আহমেদ। 

ভারতের রাজস্থানের জয়পুরে শনিবার (১৮ জানুয়ারি) শুরু হয়ে ছয় দিনব্যাপী এই উৎসবের পর্দা নামে গত বুধবার (২২ জানুয়ারি)। উৎসবের সমাপনী দিনে প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। সেখানেই পুরস্কৃত হন ‘ফাগুন হাওয়ায়’ সিনেমার নির্মাতা।

টিটো রহমানের ‘বউ কথা কও’ গল্পের অনুপ্রেরণায় নির্মিত হয়েছে ‘ফাগুন হাওয়ায়’। প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা ও সিয়াম আহমেদ। গত বছরের ১৫ ফেব্রুয়ারি মুক্তি পায় ভাষা আন্দোলনের গল্প নির্ভর চলচ্চিত্রটি।


এ ছাড়া বাংলাদেশের মিজানুর রহমান লাবু পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মালা ভাবি’ স্পেশাল জুরি মেনশন অ্যাওয়ার্ড অর্জন করেছে। এতে অভিনয় করার জন্য টুটুল চৌধুরী সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন।

আরআইএফএফ ফিল্ম ক্লাব আয়োজিত এই উৎসবে আন্তর্জাতিক জুরি হিসেবে দায়িত্ব পালন করেন ফরাসি অভিনেত্রী ও প্রযোজক মেরিয়েন বোর্গো, ভারতীয় ফিল্ম ফেস্টিভ্যালের মডারেটর ও অভিনেতা চার্লস থমসন, বাংলাদেশি লেখক ও নির্মাতা মনজুরুল ইসলাম মেঘ এবং ইরানি চলচ্চিত্র নির্মাতা হাসান নাজর।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh