বাজারে এলো স্যামসাংয়ের নতুন ফোন

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২০, ০১:২৫ পিএম

অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বাজারে এলো স্যামসাংয়ের নতুন ফোন গ্যালাক্সি এস১০ লাইট। ফেব্রুয়ারির শুরুতে এই ফোন কিনতে পারবেন ভোক্তারা।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) অফিশিয়াল টুইটার হ্যান্ডলে এই ঘোষণা দিয়েছে স্যামসাং। 

ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, ৪৮ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা সেটআপের সঙ্গে স্ন্যাপড্রাগন ৮৫৫ প্রসেসর রয়েছে স্মার্টফোনটিতে। এটি মূলত গ্যালাক্সি এস১০ এর সাশ্রয়ী ভার্সন। 


গ্যালাক্সি এস১০ লাইটে রয়েছে ২৪০০×১০৮০ পিক্সেলের রেজোলিউশনসহ ৬.৭ ইঞ্চি ফুল এইচডিপ্লাস সুপার অ্যামোলেড ইনফিনিটি-ও ডিসপ্লে। ট্রিপল রেয়ার ক্যামেরার একটি ৪৮ মেগাপিক্সেলের সুপার স্টেডি ওআইএস ক্যামেরা, ১২ মেগাপিক্সেলর সেকেন্ডারি ক্যামেরা যাতে রয়েছে ১২৩ ডিগ্রি আলট্রা-ওয়াইড সেন্সর এবং অন্যটি ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। সামনের ক্যামেরাটি ৩২ এমপি।

স্টোরের পাশাপাশি স্যামসাংয়ের নিজস্ব ওয়েবসাইট ফ্লিপকার্টে আগাম বুকিং দেয়া হচ্ছে।

তিন রঙে ফোনটি পাওয়া যাবে-প্রিজম হোয়াইট, প্রিজম ব্ল্যাক এবং প্রিজম ব্লু। ফোন কেনার এক বছরের মধ্যে স্ক্রিন ভেঙে গেলে বিনামূল্যে সেটি সারিয়ে দেবে স্যামসাং। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh