ইন্টেলের চেয়ারম্যান হলেন বাংলাদেশের ইশরাক

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২০, ০২:২০ পিএম

ড. ওমর ইশরাক।

ড. ওমর ইশরাক।

বাংলাদেশি বংশোদ্ভূত ব্যবসায়ী ড. ওমর ইশরাক (৬৪) মার্কিন প্রযুক্তি কোম্পানি ইন্টেল করপোরেশনের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ২০১৭ সাল থেকে ক্যালিফোর্নিয়াভিত্তিক এই কোম্পানিটির সঙ্গে যুক্ত হন তিনি।

ইন্টেল নিউজরুম জানায়, চলতি বছরের মে মাসে অবসরে যাচ্ছেন কোম্পানিটির বর্তমান চেয়ারম্যান অ্যান্ডি ব্রায়ান্ট। তার স্থলাভিষিক্ত হবেন ওমর ইশরাক।

ইশরাকের জন্ম বাংলাদেশ, এখানেই তার বেড়ে ওঠা। ইউনিভার্সিটি অব লন্ডন, কিংস কলেজ থেকে তিনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওপর পিএইচডি নেন।

মেডিকেল প্রযুক্তি জায়ান্ট মেডট্রোনিকের চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী (সিইও) হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি। ২০১১ সাল থেকে কোম্পানিটির সঙ্গে যুক্ত আছেন। চলতি বছরের এপ্রিলে মেডট্রোনিকের দায়িত্ব ছেড়ে দেয়ার কথা রয়েছে তার।

এর আগে ১৬ বছর ধরে বিশ্ববিখ্যাত জেনারেল ইলেকট্রিক কোম্পানির সঙ্গে কাজ করেন তিনি। জেনারেলের হেলথ কেয়ার সিস্টেমের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী (সিইও) হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh