তোমাকে পাইনি বলে

রিক্তা রিচি

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২০, ১০:২১ এএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

তোমাকে পাইনি বলে

ভেবো না ভালোবাসা মরে গেছে- তোমাকে ভুলে গেছি।

ডুবে গেছে পঞ্চমীর চাঁদ, সূর্যমুখী ফুলগুলো ঝরে গেছে ব্যর্থতায়।

ভেবো না- দখিন দুয়ার ভেসে গেছে মেঘের বন্যায়, চোখগুলো বর্ষার নদী হয়ে গেছে।


তবে জেনো, তোমাকে পাইনি বলে হৃদয়ের সব কটি ঘর হরতাল ডেকেছে।  

চোখের সমুদ্ররা এতদিনে শুকিয়ে গেছে। শষ্যের খেতে ভীষণ খরা। ভেবেছিলাম 

তোমার নামে একটি পত্র লিখে পৃথিবীকে বিদায় জানাবো। কিন্তু তা পারিনি। 

তোমাকে ভুলতে গিয়ে সহস্রবার গোলাপের কাঁটায় হাত কেটেছি। যতো বার ভুলতে গিয়েছি 

ততোবার হৃদয়ের মেহগনি কাঠের পাঁচটি আলমারিতে তালাবদ্ধ হয়েছে আরো গভীরভাবে। 


তোমাকে পাইনি বলে ভেবো না ভুলে গেছি, ভালোবাসা মরে গেছে।

আমিতো অজানা পথিক, কর্মহীন নাবিক। তবু বিশ্বাসের জাহাজে আগুন লাগলে দৃঢ় 

প্রত্যয়ে জেগে থাকি। আমি তোমার নামে এখনো পাঠ করি প্রেমের সূরা। স্মৃতির 

পাহাড়ের অনলে আমি ভীষণভাবে দগ্ধ। পৃথিবী ভুলতে বলো আমি দুইয়ের ঘরের 

নামতার মতো ভুলে যাবো। তবু তোমাকে ভুলতে বলো না।


না পাওয়ায় ভালোবাসা মরে না, বরং কেরোসিন কাঠের আগুনের মতো দাউ দাউ করে জ্বলে ওঠে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh