পুরাকীর্তি

ইসমত জাহান লিমা

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২০, ১০:১২ এএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

একাকীত্বকে আমি একক শিল্প বানিয়েছি

সে শিল্প দারুণ উপভোগ্য

খঞ্জর পায়ে নাচনেওয়ালী সেজে 

এলায়িত ভঙ্গিতে আমার বাঁপাঁজরে নৃত্য করে। 

সন্তপর্ণে, শান্ত ধীরে ক্যাচক্যাচে আঘাতের যন্ত্রণায় 

শুভেচ্ছা জানায় মাতলতার সান্নিধ্যে। 


একাকীত্ব সেই শিল্প- যার কাছে আমি প্রথম জেনেছি 

আমাদের অমিল! 

একাকীত্বই আমার শিহরণ 

যার রন্ধ্রে রন্ধ্রে শব্দহীন কথপোকথন 

এক অলৌকিক স্বপ্নে গড়া

বেদনার নীলরঙা ফেনিল। 


একাকীত্ব আমার সেই অমর সৃষ্টি 

সে সৃষ্টিতে দেখা দেয়

আকস্মিক ধ্বস, গাঢ় ফাটল

পুনঃ পুনঃ আহত ক্ষত থেকে

উপচেপড়া নোনাজল। 


নকশী কাঁথায় মোড়া 

স্মৃতির ভিতরে আগলে রাখছি 

 একাকীত্বের পুরাকীর্তি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh