শীতের পিঠাপুলি

ফারজানা শশী

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২০, ১০:০৩ এএম | আপডেট: ১৮ জানুয়ারি ২০২০, ১০:০৪ এএম

ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

শীত মানেই খেজুরের রস। তার সঙ্গে নানারকম শাক-সবজি আর ঘরে ঘরে তৈরি হয় নানা মজাদার পিঠা। শীতের সকালে নরম রোদে পিঠা খাওয়ার মজাই আলাদা। আপনি ঘরে বসেই বানিয়ে ফেলতে পারেন মজাদার ও ভিন্ন স্বাদের পিঠাপুলি। 

মুগ ডাল পিঠা

উপকরণ: মুগ ডাল বাটা ১ কাপ (হালকা ভেজে সেদ্ধ করে বেটে নেওয়া), আতপ চালের আটা ১ কাপ এর একটু বেশি, ঘি ১ চা চামচ, লবণ সামান্য, চিনি ১ কাপ, পানি পরিমাণমতো, তেল ভাজার জন্য।

প্রণালি: চালের আটা সামান্য লবণ আর ১ চা চামচ ঘি দিয়ে সেদ্ধ করে নিয়ে, মুগ ডালের সঙ্গে ভালো করে মিশিয়ে কাই বানিয়ে নিতে হবে। অন্য পাত্রে চিনি, এক চা চামচ ঘি আর পানি দিয়ে সিরা বানিয়ে রাখতে হবে। এবার কাই দিয়ে একটু মোটা রুটির মতো বেলে চাকু দিয়ে পছন্দমতো শেপে কেটে গরম তেলে মধ্যম আঁচে বাদামি করে ভেজে শিরায় ছেড়ে দিতে হবে।

বিবিখানা পিঠা

উপকরণ: চালের গুঁড়া-২ কাপ, ডিম- ৪ টি (ফোটানো), নারিকেল- ১ কাপ (কুড়ানো), চিনি-১ কাপ অথবা স্বাদমতো, গুঁড়া দুধ ৩/৪ কাপ, ঘি- ৩/৪ কাপ, এলাচ গুঁড়া-১/২ চা চামচ, পানি-১ কাপ, কিসমিস ও পেস্তা-সাজানোর জন্যে, ঘি- ১ টেবিল চামচ পাত্রে গ্লেজ করার জন্য।

প্রণালি: চুলায় একটি পাত্র মাঝারি আঁচে গরম করে তাতে চালের গুঁড়া ২-৩ মিনিট ভেজে নিয়ে আর একটি পাত্রে ঢেলে নিতে হবে। কিসমিস, পেস্তা এবং ঘি বাদে বাকি সব উপকরণ দিয়ে ভালো করে মেশাতে হবে। একটি বেকিং পাত্রে ১ টেবিল চামচ ঘি গ্লেজ করে তাতে মিশ্রণটা ঢালুন এবং ২০০ ডিগ্রি ফারেনহাইট তাপে ১ ঘণ্টা ব্রেক করুন।

সব ওভেনের তাপ এক হয় না তাই পিঠা হয়েছে কিনা বুঝতে একটি ছুরির মাথা ঢুকিয়ে এবং বের করতে হবে। যদি ছুরিতে কিছু লেগে না থাকে, বুঝতে হবে পিঠা হয়ে গেছে আর যদি তা না হয় তাহলে, আর ৫-১০ মিনিট ব্রেক করে আবার চেক করতে হবে। পিঠা হয়ে গেলে নামিয়ে ইচ্ছেমতো আকারে কেটে পেস্তা ও কিসমিস ছড়িয়ে পরিবেশন করা যায়।

খেজুর পিঠা

উপকরণ : সুজি ১ কাপ ময়দা, ১/২ কাপ ডিম, ১ চিনি ১/৪ কাপ বা স্বাদ অনুযায়ী লবণ ১/৮ চা চামচ ঘি/ তেল ১ টেবিল চামচ বেকিং পাউডার, ১/৪ চা চামচ গরম দুধ, ৪ টেবিল চামচ তেল, ডুবো তেলে ভাজার জন্য।

প্রণালি: একটি বড় পাত্রে সুজি, ময়দা, চিনি, লবণ, বেকিং পাউডার ও ঘি নিয়ে ভালো করে মিশাতে হবে। এরপর ডিম যোগ করে খামির তৈরি করতে হবে। খামির বেশি শুকনো হয়ে গেলে অল্প দুধ যোগ করে আবার মাখাতে হবে। খেয়াল করতে হবে যাতে খামির বেশি শুকনা বা বেশি নরম না হয়ে যায়। খামির বল তৈরি করার মতো নরম হতে হবে। প্রয়োজন না হলে দুধ ব্যবহার করা যাবে না। খামির দিয়ে ছোট ছোট বল তৈরি করতে হবে।

এখন একটি বল নিয়ে ডিমের মতো আকার আনতে হবে। তারপর এটি একটি ছাকনির উপর ছড়িয়ে দিতে হবে আর এক প্রান্ত থেকে ভাঁজ দেওয়া শুরু করতে হবে। আর অন্য প্রান্তে না যাওয়া পর্যন্ত ভাঁজ দিতে হবে। একইভাবে অন্য পিঠাগুলো বানাতে হবে। এরপর একটি কড়াইতে তেল গরম করতে হবে।

তেল গরম হলে এতে ৩-৪ টা পিঠা দিয়ে পিঠার সবদিকে কড়া বাদামি রং না আসা পর্যন্ত আস্তে আস্তে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে একটি পেপার টাওয়েলে রাখতে হবে। ভাজার সময় তাড়াহুড়া না করে ধীরে সুস্থে করতে হবে, অন্যথায় পিঠার ভেতরে কাঁচা থেকে যেতে পারে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh