বাসের ভেতরে রেজিস্ট্রেশন নম্বর লিখে রাখতে হবে

মিতা কলমদার

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২০, ০৭:৩৮ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

আজকাল বাসের ভেতর নারী নিপীড়ন বেড়েছে আশঙ্কাজনকভাবে। শুধু লোকাল বাস নয়, দূরপাল্লার বাসেও ঘটছে ধর্ষণসহ হয়রানিমূলক অনেক ঘটনা।

এ সামাজিক অবক্ষয় একদিনে থামিয়ে দেয়া সম্ভব নয়। তবে কিছু কার্যকর পদক্ষেপ এগুলো কমিয়ে আনার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। এরমধ্যে উল্লেখযোগ্য একটা পদক্ষেপ হতে পারে- সব পাবলিক বাসের ভেতর সেই বাসটির রেজিস্ট্রেশন নম্বর বড় বড় অক্ষরে লিখে রাখা।

কারণ তাড়াহুড়ো করে বাসে উঠার কারণে বাসের নম্বর অথবা নামটাও জানা থাকে না অনেকের। এজন্য ভ্রমণকালে অসদাচরণমূলক কিছু ঘটলে নির্যাতিত নারীর প্রত্যাশিত সেবা পেতে বিলম্ব হয়; অনেক সময় সেবা বা প্রতিকার পাওয়াও যায় না।

অথচ যদি বাসের ভেতর সেই বাসের রেজিস্ট্রেশন নম্বর লেখা থাকে তাহলে কোনো নারী বাসে যৌন হয়রানির শিকার হলে তাৎক্ষণিকভাবে পুলিশকে তা জানাতে পারবে এবং পুলিশের পক্ষ থেকে সার্বিক সেবা প্রদানের কাজটিও সহজ হবে।

পাবলিক বাসে নারীদের জন্য স্বস্তিদায়ক পরিবেশ তৈরি করা এখন সময়ের দাবি; আর এ দাবি পূরণে প্রতিটি বাসের ভেতর সেই বাসটির রেজিস্ট্রেশন নম্বর লিখে রাখা বাধ্যতামূলক করা হোক। যুগান্তর

মিতা কলমদার
শিক্ষার্থী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh