বঙ্গবন্ধু গোল্ডকাপ: ষষ্ঠ আসরের ড্র অনুষ্ঠিত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২০, ০৫:৫৫ পিএম

বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের লোগো উন্মোচন করা হয়েছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এটির আয়োজন করছে বাফুফে।

শনিবার (৪ জানুয়ারি) রাজধানীর সোনারগাঁও হোটেলে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে এ লোগো উন্মোচন করা হয়। 

বাংলাদেশ ছাড়াও এবারের আসরে খেলবে ফিলিস্তিন, শ্রীলঙ্কা, সেইশেল, মরিশাস ও বুরুন্ডি।

১৫ জানুয়ারি থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হবে বঙ্গবন্ধু গোল্ডকাপের ৬ষ্ঠ আসর। এ গ্রুপে বাংলাদেশের সঙ্গী গতবারের চ্যাম্পিয়ন ফিলিস্তিন ও শ্রীলঙ্কা। আর বি গ্রুপে খেলবে সেশেলস, মরিশাস ও বুরুন্ডি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh