ইতিহাসে ১৬ ডিসেম্বর: কোথায় কী ঘটেছিল

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০১৯, ০৯:৫৩ এএম

বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল

বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল

প্রতিদিনই অনেক ঘটনা ঘটে থাকে। এর কোনোটি উল্লেখযোগ্য, আবার কোনোটি তেমন মনে রাখার মতো ঘটনা নয়। 

কালের আবর্তে ইতিহাসে ঠাঁই নেয়া সেসব গুরুত্ববহ ঘটনা আমরা পাঠককে স্মরণ করাতে চাই।

ঘটনা

১৯৭১ সালে পাকিস্তানী সেনাবাহিনী আনুষ্ঠানিক আত্মসমর্পণ করে। রক্তক্ষয়ী যুদ্ধের শেষে বাংলাদেশ চূড়ান্ত বিজয় লাভ করে।

জন্ম

১৭৭৫ সালের এই দিনে ইংরেজ ঔপন্যাসিক জেন অস্টেন জন্মগ্রহণ করেন।

১৯১৭ সালের এই দিনে কল্পকাহিনী লেখক ও উদ্ভাবক আর্থার সি ক্লার্ক জন্মগ্রহণ করেন।

১৯০৬ সালের এই দিনে বাঙালি কবি মাহমুদা খাতুন সিদ্দিকা জন্মগ্রহণ করেন।

১৯৪০ সালের এই দিনে বাংলাদেশি সংগীতশিল্পী মাহমুদুন্নবী জন্মগ্রহণ করেন।

১৯৪৭ সালের এই দিনে বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল জন্মগ্রহণ করেন।

মৃত্যু

১৮৫৯ সালের এই দিনে জার্মান লেখক ভিলহেল্ম গ্রিম মৃত্যুবরণ করেন।

১৯৮৭ সালের এই দিনে ব্রিটিশবিরোধী বিপ্লবী ও সাম্যবাদী কর্মী অখিলচন্দ্র নন্দী মৃত্যুবরণ করেন।

দিবস

বাংলাদেশে মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে। 


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh