সুনামগঞ্জে ২ পক্ষের সংঘর্ষে নিহত ১,আহত ২৫

প্রতিনিধি, সুনামগঞ্জ

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০১৯, ০৭:৪৫ পিএম

সুনামগঞ্জের দিরাই উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আমির আলী নামের একজনের মৃত্যু হয়েছে। এ সময় সংঘর্ষে ২৫ জন আহত হয়। আজ রবিবার (১৫ ডিসেম্বর) এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়কালধর গ্রামের পঞ্চায়েতের টাকা নিয়ে দীর্ঘদিন ধরে গ্রামবাসীর সঙ্গে ফারুক মিয়ার বিরোধ চলে আসছে। তার বিরুদ্ধে অভিযোগ পঞ্চায়েতের টাকার হিসাব নিকাশ না দিয়ে উল্টো গ্রামের নিরীহ লোকদের উপর মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এর এ জের ধরে রবিবার উপজেলার কালধর গ্রামের ফারুক মিয়ার কাছে গ্রামবাসীরা পাওয়া টাকা নিতে গেলে কাটাকাটির একপর্যায়ে তার লোকজনের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ফারুক মিয়া তার লাইসেন্স করা বন্দুক দিয়ে গ্রামবাসীর ওপর গুলি চালায়। এ সময় আমির আলী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। ফারুকের ছোড়া গুলিতে ২৫ জন আহত হয়। খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে ফারুক মিয়াকে আটক করা হয়েছে।

এ ব্যাপারে দিরাই থানার অফিসার ইনচার্জ মো. কে এম নজরুল ইসলাম জানান,বন্দুকধারী ফারুক মিয়াকে আটক করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh