বুধবার শাহজালালে দুই ঘণ্টা ফ্লাইট বন্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০১৯, ০৪:২৬ পিএম | আপডেট: ১০ ডিসেম্বর ২০১৯, ০৪:৩৪ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমান বাহিনীর মহড়ার কারণে বুধবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সব ধরনের ফ্লাইট ওঠা-নামা বন্ধ থাকবে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিমানবন্দরের পরিচালক তৌহিদ-উল-আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ১৬ ডিসেম্বরের আয়োজনের জন্য বুধবার বিমান বাহিনীর মহড়া হবে দুই ঘণ্টা। সেজন্য এদিন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দুই ঘণ্টা বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট উড্ডয়ন-অবতরণ বন্ধ থাকবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh