তালা ভেঙে কক্ষে ঢুকলেন ভিপি নুর

প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০১৯, ০৯:১২ পিএম | আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৯, ০৮:৪৩ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

‘মুক্তিযুদ্ধ মঞ্চ’র নেতাকর্মীদের দেয়া তালা ভেঙে নিজ কক্ষে প্রবেশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর। এর আগে বেলা ১১টার দিকে তার কক্ষে তালা লাগিয়ে দেওয়া হয়।

নুরের দাবি, তালা খোলার বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েও তিনি পাননি। পরে নিজেই তালা ভেঙে নিজ কক্ষে প্রবেশ করেন। মুক্তিযুদ্ধ মঞ্চের যেসব নেতারা তার কক্ষে তালা দিয়েছেন, তারা ছাত্রলীগেরই একটি অংশ বলেও দাবি করেন নুর।

ভিপি নুর জানান, কক্ষটি তালাবদ্ধ দেখে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে জানালে তিনি অপারগতা প্রকাশ করেন। পরবর্তীতে ডাকসু কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শিবলী রুবাইয়াতুল ইসলামকে অনেকবার ফোন করলেও রিসিভ করেননি। তাই বাধ্য হয়ে তালা ভেঙে কক্ষে প্রবেশ করতে হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, ডাকসুর একটি নিজস্ব নির্বাহী বডি রয়েছে। তাই ভিপিকে কোষাধ্যক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলতে বলেছি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh