আন্দোলনের সমাপ্তি টানলেন বুয়েট শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০১৯, ০৬:৩০ পিএম | আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৯, ১০:৪৯ এএম

বুয়েটের শহীদ মিনারের সামনে সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

বুয়েটের শহীদ মিনারের সামনে সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীদের সব দাবি বাস্তবায়ন হওয়ায় আন্দোলনের সমাপ্তি ঘোষণা করেছে শিক্ষার্থীরা।

আজ বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে বুয়েটের শহীদ মিনারের সামনে সংবাদ সম্মেলন করে এই আন্দোলনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

আন্দোলনের নেতৃত্ব দেওয়া মাহমুদুর রহমান সায়েম সাংবাদিকদের জানান, তাদের সব দাবি প্রশাসন নির্দিষ্ট সময়ের মধ্যে বাস্তবায়ন করেছে। আগামী ২৮ ডিসেম্বর থেকে পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে অ্যাকাডেমিক কার্যক্রমে ফিরবেন তারা।

এসময় শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী এবং আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানিয়ে বলেন, তদন্তকারী সংস্থা ১৩ নভেম্বর আবরার হত্যা মামলার চার্জশিট দাখিল করে এবং প্রধানমন্ত্রীও এ ব্যাপারে শুরু থেকেই সচেষ্ট ছিলেন। এজন্য প্রধানমন্ত্রীকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। 

শিক্ষার্থীরা জানান, গত ২১ নভেম্বর বুয়েট প্রশাসন আবরার হত্যাকাণ্ডের সাথে জড়িত ২৬ জনকে অ্যাকাডেমিক কার্যক্রম থেকে স্থায়ীভাবে বহিষ্কার করে এবং ছয়জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করে, যা আমাদের তিনটি শর্তের মধ্যে ছিল। গত ২৭ নভেম্বর বুয়েট কর্তৃপক্ষ আহসানউল্লাহ হল এবং সোহরাওয়ার্দী হলে ঘটা পূর্বের ঘটনায় অভিযুক্তদের শাস্তি প্রদান করে নোটিশ দেয়, যা আমাদের দ্বিতীয় শর্তের মধ্যে ছিল। 

শিক্ষার্থীরা আরো জানান, সর্বশেষ গত ২ ডিসেম্বর বুয়েটের কোনো শিক্ষার্থী র‌্যাগিং এবং সাংগঠনিক ছাত্ররাজনীতির সাথে জড়িত থাকলে সেটার শাস্তির নীতিমালা বিষয়ে প্রশাসন নোটিশ প্রকাশ করেছে এবং আজ বুধবার সকালে এই নোটিশ সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা তাদের জানিয়েছে। তাই আগামী ২৮ ডিসেম্বর থেকে পরীক্ষায় অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষার্থীরা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh