ইরাকে পুলিশের গুলিতে নিহত ৪৫

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৯ নভেম্বর ২০১৯, ১১:১৫ এএম

ইরাকে বিক্ষোভকারীদের ওপর পুলিশের গুলিতে ৪৫ জন নিহত হয়েছে। দেশটির নাজাফ শহরে ইরানি কনস্যুলেটে হামলার জেরে পুলিশের অভিযানে এ ঘটনা ঘটে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, নাজাফে ইরানি কনস্যুলেটে জ্বালিয়ে দেয় ইরাকি বিক্ষোভকারীরা। দেশটিতে ইরানি হস্তক্ষেপের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায় তাদের।

এই ঘটনায় ইরান তীব্র নিন্দা জানালে ইরাক সরকার বিক্ষোভ দমনে শক্তি প্রয়োগ করে। এতে নাজাফ শহরেই দুই পক্ষের সংঘর্ষে নিহত হয় ১২ জন। বাগদাদে টাইগ্রিস নদীর কাছে বিক্ষোভকারীদের ওপর বুলেট ছুড়ে পুলিশ, এতে নিহত হয় ৪ জন।

নাসিরিয়া শহরে বড় ধরনের বিক্ষোভ হয়। সেখানেও দুই পক্ষের মধ্যে অন্তত ২৯ জন নিহত হয়। শহরটিতেও পুলিশকে তাজা বুলেট ও টিয়ার গ্যাস ছুড়তে দেখা যায়। এমন পরিস্থিতিতে সেখানে সেনা মোতায়েন করা হলেও কারফিউ ভেঙে মানুষ রাস্তায় নামে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh