অব্যবহৃত অ্যাকাউন্ট ডিলিটের পরিকল্পনা বাদ দিলো টুইটার

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৮ নভেম্বর ২০১৯, ০১:০৩ পিএম

ব্যবহারকারীদের তীব্র আপত্তির মুখে ৬ মাস কিংবা তার বেশি দিনের নিষ্ক্রিয় অ্যাকাউন্ট ডিলিটের পরিকল্পনা আপাতত বাদ দিয়েছে টুইটার। 

পুরোনো অব্যবহৃত অ্যাকাউন্ট ডিলিট করার ঘোষণা দেওয়ার একদিনের মধ্যেই এমন ইউটার্ন নিল সামাজিক যোগাযোগমাধ্যমটি।

জানা গেছে,‘নিয়ন্ত্রণের উদ্বেগ’ থেকে প্রতিষ্ঠানটি এমন সিদ্ধান্ত নিয়েছিল।

কর্মকর্তারা বলছেন, যে অ্যাকাউন্টের ব্যবহারকারী মারা গেছেন তাদের স্মরণ করার জন্য অন্য কোনো ফিচার চালু না করে কোনো আইডি ডিলিট করা হবে না।

বুধবার প্রতিষ্ঠানটি বলেছে, মারা যাওয়া ব্যক্তির অ্যাকাউন্ট ১১ ডিসেম্বরের ভেতর অন্য কেউ ব্যবহারের ব্যবস্থা না করতে পারলে সেগুলো বন্ধ করে দেওয়া হবে। অ্যাকাউন্ট ডিলিট করার জন্য টুইটার সব ধরনের প্রস্তুতি নিয়ে ফেলেছিল। আমেরিকার পাশাপাশি ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোতে শুরুতে এটি করার কথা ছিল।

আবারো পোস্টের মাধ্যমে টুইটার কর্তৃপক্ষ জানিয়েছে, ‘কনফিউশন সৃষ্টির জন্য আমরা ক্ষমা চাচ্ছি। পোস্টের মাধ্যমে পরবর্তী আপডেট জানানো হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh