ছয় মাসের নিষ্ক্রিয় অ্যাকাউন্ট ডিলিট করবে টুইটার

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৭ নভেম্বর ২০১৯, ১১:৩৫ এএম | আপডেট: ২৭ নভেম্বর ২০১৯, ১২:০৮ পিএম

এবছরের মধ্যেই নিষ্ক্রিয় তথা অচল সব ধরনের টুইটার অ্যাকাউন্ট ডিলিট করবে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার।

জানা যায়, যেসব টুইটার অ্যাকাউন্ট ৬ মাস ধরে বন্ধ সেগুলো থেকে ডিসেম্বরের ১১ তারিখের ভেতর লগইন করা না হলে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে।

টুইটার জানিয়েছে, মারা যাওয়া ব্যক্তির অ্যাকাউন্ট থেকে এই সময়ে অন্য কেউ পোস্ট না করলে সেগুলোও বন্ধ করে দেওয়া হবে।

কর্মকর্তারা বলছেন, যারা দীর্ঘদিন লগইন করেন না, তারা টুইটারের সর্বশেষ প্রাইভেসি পলিসি সম্পর্কে জানেন না।

প্রথম দিকে যুক্তরাষ্ট্রের বাইরে থেকে নিবন্ধিত অ্যাকাউন্টগুলো ডিলিট করা হবে। এছাড়া যারা মাঝে মাঝে লগইন করেন, কিন্তু ওয়েবসাইটে কোনো কাজ করেন না ভবিষ্যতে তাদের অ্যাকাউন্টও ডিলিট করে দেবে টুইটার।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh