হংকংয়ের নির্বাচনে গণতন্ত্রপন্থীদের বিশাল জয়

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৫ নভেম্বর ২০১৯, ১১:৫২ এএম | আপডেট: ২৫ নভেম্বর ২০১৯, ১১:৫৭ এএম

গণতন্ত্রপন্থী প্রার্থীদের উল্লাস। ছবি: বিবিসি

গণতন্ত্রপন্থী প্রার্থীদের উল্লাস। ছবি: বিবিসি

চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ের স্থানীয় পরিষদ নির্বাচনে বিশাল জয় পেয়েছে গণতন্ত্রপন্থী প্রার্থীরা।

উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্য দিয়ে গতকাল রবিবার হংকংয়ের এই নির্বাচন অনুষ্ঠিত হয়। হংকংয়ে চলমান গণতন্ত্রপন্থী বিক্ষোভের নেতিবাচক প্রভাব নির্বাচনে পড়ার আশঙ্কা করা হলেও বাস্তবে শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ সম্পন্ন হয়।

সাউথ চাইনা মর্নিং জানিয়েছে, ৪৫২টি আসনের মধ্যে গণতন্ত্রকামী বিক্ষোভকারীরা পেয়েছে ৩৯০টি আসন। অন্যদিকে বেজিংপন্থীরা পেয়েছে মাত্র ৬২টি আসন। চার বছর আগের নির্বাচনে গণতন্ত্রকামীরা শুধুমাত্র ১০০টি আসন পেয়েছিল।

হংকংয়ের ১৮টি ডিস্ট্রিক্ট কাউন্সিলের মধ্যে ১৭টিই গণতন্ত্রপন্থীদের নিয়ন্ত্রণে বলে আজ সোমবার সকালে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো। 

এ নির্বাচনে রেকর্ড ৭১ শতাংশের বেশি ভোটার উপস্থিতির কথা জানিয়েছে নির্বাচন কমিশন। গত ছয় মাস ধরে চলা অস্থিরতার ধারাবাহিকতায় ভোট গ্রহণে বিশৃঙ্খলা তৈরি হওয়ার অথবা ভোট বাতিল হওয়ার আশঙ্কা থাকলেও তেমন কিছু ঘটেনি।

অস্থিতিশীল হংকংয়ের এবারের নির্বাচনকে দেখা হয় বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে। স্থানীয় পরিষদে প্রতিনিধিত্ব বাড়ানোর মাধ্যমে বেজিংপন্থি প্রশাসনকে চাপে ফেলার লক্ষ্য নিয়ে অংশ নেয় গণতন্ত্রপন্থিরা।

নির্বাচনে হেরে যাওয়ার পর এক বেজিংপন্থী আইনপ্রণেতা বলেন, যা ধারণা করা হয়েছিল তার সঙ্গে বাস্তবতার আসমান-জমিন ফারাক।

হংকংয়ের প্রায় ৭৪ লাখ জনসংখ্যার মধ্যে অর্ধেকেরও বেশি রেকর্ড ৪১ লাখ লোক ভোটার হিসেবে নাম রেজিস্ট্রি করে। এর মধ্যে ২৯ লাখেরও বেশি লোক ভোট দেয়। এবার ভোট পড়ার হার ছিল ৭১ শতাংশ, যা আগেরবার ২০১৫ সালের ৪৭ শতাংশ থেকে অনেক বেশি। 

আর গত কয়েক মাসের মধ্যে রবিবারই ছিল প্রথম সাপ্তাহিক ছুটির দিন, যে দিনটিতে হংকংয়ে কোনো সহিংসতা দেখা যায়নি। -বিবিসি

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh