শুক্রবার ঢাকায় আসছেন বান কি মুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ নভেম্বর ২০১৯, ০৬:৩৭ পিএম | আপডেট: ২২ নভেম্বর ২০১৯, ১২:৩৬ পিএম

জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন।

জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে অংশ নেওয়ার জন্য জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন শুক্রবার (২২ নভেম্বর) ঢাকায় আসছেন।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানায়।

জাতিসংঘের সাবেক এ মহাসচিব শুক্রবার সন্ধ্যায় ঢাকায় আসবেন। শনিবার (২৩ নভেম্বর) আর্মি স্টেডিয়ামে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ১৩তম সমাবর্তনে অংশ নেবেন। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন তিনি।

চলতি বছর ৯ জুলাই গ্লোবাল কমিশন অন অ্যাডাপটেশন সম্মেলনে যোগ দিতে ঢাকায় এসেছিলেন বান কি মুন। এছাড়া ২০১১ সালে জলবায়ু বিষয়ক সম্মেলনে যোগ দিতেও ঢাকায় এসেছিলেন জাতিসংঘের এই সাবেক মহাসচিব।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh