‘অতিরিক্ত লবণ কিনলেই শাস্তি’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০১৯, ০৮:৫৩ পিএম | আপডেট: ১৯ নভেম্বর ২০১৯, ০৮:৫৭ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

প্রয়োজনের তুলনায় অতিরিক্ত লবণ কিনে মজুদ রাখার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি করেছেন রাজধানীর তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম অর রশীদ।

আজ মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজার পরিদর্শনে গিয়ে তিনি লবণ মজুদকারী ক্রেতাদের বিরুদ্ধে এমন শাস্তির কথা সাংবাদিকদের জানান।

যতটুকু লবণ প্রয়োজন ততটুকু কেনার নির্দেশনা দিয়ে তেজগাঁও থানার ওসি আরো বলেন, দোকানদারদের আমরা বলেছি, ‘‘কেউ যদি বেশি লবণ কিনতে চায় তাহলে আমাদের যেন জানানো হয়। আমরা তাকে ধরে জিজ্ঞাসা করবো, এক সপ্তাহে তার লবণের দরকার এক কেজি, কেন আপনি একসঙ্গে দশ কেজি লবণ কিনছেন’’। এই রকম মজুদদারি যারা করবে, তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো, যোগ করেন পুলিশের এই কর্মকর্তা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh