শরতের রূপ

মামুনুর রশিদ মন্ডল

প্রকাশ: ১৮ নভেম্বর ২০১৯, ০৯:৩৫ এএম | আপডেট: ১৮ নভেম্বর ২০১৯, ১১:১১ পিএম

শরৎ তুমি কার মেয়ে বল না একবার,

তোমার এত রূপ কে দিয়েছে, দেখতে চমৎকার।

রূপটি তোমার দেখতে যেন, সাদা মেঘের ভেলা,

দূর দিগন্তে লুকিয়ে থাকা, নীল আকাশের মেলা।


তোমার বুকে জড়িয়ে আছে প্রজাপতির খেলা-

কৃষক যখন তোমায় বুকে নদীর ধারে যায়,

কী হয়েছে বল না তুমি শিশির কেন লুটোপুটি খায়?

ভোরের আলোয় দলবেঁধে যায় মিষ্টি বকুল তলায়,

কী অপরূপ লাগছে তোমায় শিউলি ফুলের মালায়।


সারাটা রাত খেল তুমি মাথায় নিয়ে তারা,

রূপের পরী তুমি কেন স্নিগ্ধতায় ভরা-

সবুজ ধানে, সবুজ বনে কী চমৎকার রূপ,

তোমার কাছে হারিয়ে গিয়ে, নীল পরীরা চুপ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh