আগারওয়াল-রাহানেতে ভারতের লিড

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৫ নভেম্বর ২০১৯, ১২:৩১ পিএম

ইন্দোর টেস্টে দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষে ৫৪ ওভারে ৩ উইকেটে ১৮৮ রান করেছে ভারত। ৩৮ রানে এগিয়ে থেকে প্রথম সেশনের খেলা শেষ করেছে স্বাগতিকরা। মায়াঙ্ক আগারওয়াল ৯১ রানে এবং আজিঙ্কা রাহানে ৩৫ রানে অপরাজিত আছেন।

এর আগে টানা দুই ওভারে পুজারা ও কোহলিকে ফেরান আবু জায়েদ রাহী। ৩০তম ওভারে রাহীর বলে সাইফের তালুবন্দি হন পুজারা। ফেরার আগে ৭২ বলে ৫৪ রান করেন পুজারা।

৩২তম ওভারে রাহীর দারুণ ইনসুইংয়ে পরাস্ত হন বিরাট কোহলি। এলবিডব্লিউর আবেদন করলেও সাড়া দেননি আম্পায়ার। কিন্তু রিভিউ নিতে ভুল করেনি টাইগার অধিনায়ক মুমিনুল হক। আর তাতেই শূন্য রানে সাজঘরে ফেরেন বিরাট।  

প্রথম দিন শেষে 

বাংলাদেশ ১ম ইনিংস: ৫৮.৩ ওভারে ১৫০ (সাদমান ৬, ইমরুল ৬, মুমিনুল ৩৭, মিঠুন ১৩, মুশফিক ৪৩, মাহমুদউল্লাহ ১০, লিটন ২১, মিরাজ ০, তাইজুল ১, আবু জায়েদ , ইবাদত ; ইশান্ত ১২-৬-২০-২, উমেশ ১৪.৩-৩-৪৭-২, শামি ১৩-৫-২৭-৩, অশ্বিন ১৬-১-৪৩-২, জাদেজা ৩-০-১০-০)।


ভারত ১ম ইনিংস: ২৬ ওভারে ৮৬/১ (মায়াঙ্ক ৩৭*, রোহিত ৬, পুজারা ৪৩*; ইবাদত ১১-২-৩২-০, আবু জায়েদ ৮-০-২১-১, তাইজুল ৭-০-৩৩-০)।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh