ওমানে বিধ্বস্ত বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৫ নভেম্বর ২০১৯, ০৯:০৪ এএম

বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বে র‍্যাংকিংয়ের ৮৪ নম্বর দল ওমানের কাছে ৪-১ গোলে হেরে গেছে বাংলাদেশ।

মাসকটের সুলতান কাবোস স্টেডিয়ামে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ২০২২ কাতার বিশ্বকাপের বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে ‘ই’ গ্রুপে নিজেদের চতুর্থ ম্যাচে স্বাগতিকদের কাছে পরাজিত হয় বাংলাদেশ।

প্রথমার্ধে গোলশূন্য অবস্থায় শেষ হয়। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল হজম করে লাল সবুজের দল। ৪৮ মিনিটে ওমানের মহসীন খালদির বামপায়ের শটে গোলরক্ষক আশরাফুল রানাকে পরাস্ত করেন।

এরপর অবশ্য বাংলাদেশের রক্ষণ ভাঙতে সমস্যা হয়নি ওমানের। ৬৮ মিনিটে ব্যবধান বাড়ায় তারা। আল-আলাউইর গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ওমান।

৭৮ মিনিটে তৃতীয় গোলের দেখা পায় স্বাগতিক দল। আরশাদ আল আলাউইর গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ওমান। তবে ৮১ মিনিটে মিডফিল্ডার বিপলু আহমেদের অসাধারণ গোলে ব্যবধান দাঁড়ায় ৩-১ গোলের।

খেলার শেষদিকে ইনজুরি সময়ে আরমান সাইদ গোল করলে শেষ পর্যন্ত ৪-১ গোলের জয় পায় ওমান।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh