বৃহস্পতিবার থেকে আয়কর মেলা শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০১৯, ০৬:৫৯ পিএম | আপডেট: ১৩ নভেম্বর ২০১৯, ০৭:০১ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আগামীকাল বৃহস্পতিবার থেকে রাজধানীসহ সারা দেশে শুরু হচ্ছে আয়কর মেলা। করসেবা প্রদান ও কর সচেতনতা বাড়াতে দশমবারের মতো দেশব্যাপী আয়কর মেলার আয়োজন করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রাজধানী ঢাকাসহ বিভাগীয় শহরে সপ্তাহব্যাপী মেলা চলবে ২০ নভেম্বর পর্যন্ত। 

এবার করদাতাদের সহজে ও দ্রুত সময়ের আয়কর পরিশোধের সুবিধার্থে মোবাইল ব্যাংকিং সেবা চালু করছে এনবিআর।

এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া জানান, মেলায় বিকাশ, রকেট, ইউপে, শিওরক্যাশ ও নগদের মতো মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিসেসের (এমএফএস) মাধ্যমে ই-পেমেন্ট সেবা দেওয়া হবে। এতে করদাতারা সহজে মোবাইল ফোন ব্যবহার করে কর দিতে পারবেন। এ অর্থবছরে ৩০ লাখ রিটার্ন জমা হবে এবং মেলায় আয়কর জমা হতে পারে তিন হাজার কোটি টাকা। 

গতকাল মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচা রাজস্ব ভবন সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। ওই সময় এনবিআর চেয়ারম্যান ক্যাসিনোর সঙ্গে জড়িতদের কর ফাঁকির গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে এনবিআরের সদস্য কালিপদ হালদার ও কানন কুমার রায়সহ মেলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

রাজধানীতে মেলা হবে মিন্টো রোডের অফিসার্স ক্লাব প্রাঙ্গণে। এছাড়া সব জেলা শহরে চার দিন এবং ৪৮টি উপজেলায় দুই দিন মেলা হবে। পাশাপাশি উপজেলা পর্যায়ে আটটি গ্রোথ সেন্টারে এক দিন ভ্রাম্যমাণ মেলা অনুষ্ঠিত হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh