ফমেকে পর্দা কেলেঙ্কারির ঘটনায় ৪ জনকে জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০১৯, ০৪:৫৭ পিএম | আপডেট: ১৩ নভেম্বর ২০১৯, ০৬:০৫ পিএম

ফরিদপুর মেডিকেল কলেজ। ফাইল ছবি

ফরিদপুর মেডিকেল কলেজ। ফাইল ছবি

ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালের আইসিইউর পর্দা কেলেঙ্কারির ঘটনায় চার জনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তারা হলেন তৎকালীন প্রকল্প পরিচালক এ বি এম শামসুল আলম, শেখ আবদুল ফাতাহ, মোহাম্মদ মিজানুর রহমান ও মোহাম্মদ এনামুল হক। 

আজ বুধবার (১৩ নভেম্বর) বেলা ১০টা থেকে দুপুর পৌনে ২টা পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ করে দুদকের উপ-পরিচালক শহীদ উদ্দীনের নেতৃত্বে একটি দল।

গত ২০ আগস্ট ফমেক হাসপাতালের আইসিইউর কেনাকাটা নিয়ে অনিয়ম, দুর্নীতির ঘটনা তদন্ত করতে দুদককে নির্দেশ দেন উচ্চ আদালত। ৬ মাসের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

প্রসঙ্গত, ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালের আইসিইউর পর্দা ও আসবাব কেনায় ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত উন্নয়ন প্রকল্পে মেসার্স অনিক ট্রেডার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বাজার মূল্যের চেয়ে অস্বাভাবিক দাম দেখিয়ে ৫২ কোটি ৫৫ লাখ ৭১ হাজার ২০০ টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধান চলছে। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh