নতুন স্বপ্নের শুরু তমার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০১৯, ০১:০৬ পিএম | আপডেট: ১৩ নভেম্বর ২০১৯, ০৭:০৩ পিএম

তমা মির্জা।

তমা মির্জা।

তমা মির্জা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এক সম্ভাবনাময়ী অভিনেত্রী। শাহওনেওয়াজ কাকলীর পরিচালনায় ‘নদীজন’ সিনেমায় ছায়া চরিত্রে অনবদ্য অভিনয় করে তমা প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। 

সেই একই পরিচালকের পরিচালনায় আবারো তমা নতুন একটি সিনেমায় কাজ শুরু করেছেন। এবারের সিনেমার নাম ‘ফ্রম বাংলাদেশ’। 

সিনেমাটিতে তমা অভিনয় করছেন সুফিয়া চরিত্রে। ছতি তার স্বামীর চরিত্রে অভিনয় করছেন আশীষ খন্দকার। তমা জানান, এরই মধ্যে তার পঞ্চাশ ভাগ কাজ শেষ হয়েছে। আগামী ২৩ নভেম্বর থেকে আবারো তিনি এই সিনেমার কাজে অংশ নেবেন।


আবারো কাকলীর সিনেমায় কাজ করা প্রসঙ্গে তমা বলেন, ‘কাকলী আপুর প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ, কারণ তার সিনেমাতে অভিনয় করেই আমি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলাম। পরবর্তীতে মাঝে আরো বেশ কয়েকটি অন্য নির্মাতার সিনেমায় কাজ করেছি। কিন্তু আমার আবারো তার সিনেমায় কাজ করার আগ্রহ ছিলো। অবশেষে তিনি আমাকে ফ্রম বাংলাদেশ সিনেমায় কাজ করার সুযোগ করে দিলেন।’

তিনি বলেন, ‘সত্যি বলতে কী কাকলী আপু এমনই একজন নির্মাতা, যাকে আমি একটি স্কুল হিসেবে আখ্যা দিতে চাই। যেখানে শিল্পীরা কাজ করে নিজেদের অভিনয়কে আরো সমৃদ্ধ করতে পারে। আমিও তার নির্দেশনায় কাজ করে নিজের অভিনয়কে আরো সমৃদ্ধ করছি, অভিনয়ের দুনিয়া সম্পর্কে আরো অবগত হচ্ছি। ফ্রম বাংলাদেশ নিয়ে আমি ভীষণ আশাবাদী।’ 

জানা যায় আগামী বছরের শুরুতে ‘ফ্রম বাংলাদেশ’ সিনেমাটি মুক্তি পাবার সম্ভাবনা রয়েছে। 


এদিকে তমা দুটি ভিন্ন চ্যানেলে নিয়মিত দুটি অনুষ্ঠানের উপস্থাপনা করছেন। দেশ টিভিতে তারই উপস্থাপনায় প্রচার হচ্ছে ‘প্রিয়তমার প্রিয়মুখ’ এবং এশিয়ান টিভিতে প্রচার হচ্ছে ‘মেক মি বিউটিফুল’। যেহেতু তমা মমতাজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং দুটো অনুষ্ঠানই প্রযোজনা করছে মমতাজ। তাই দুটি অনুষ্ঠানেরই উপস্থাপনা করছেন তিনি তার কাজের মধ্য থেকেই। 

তবে তমা অভিনয় করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। অভিনয়েই নিজের ভালো লাগা খুঁজে পান তমা। 

তার অভিনীত মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘ ও আমার দেশের মাটি’, ‘গেম রিটার্ন’, ‘ঘ্রাস’, ‘এক মন এক প্রাণ’, ‘চল পালাই’,‘ ইভটিজিং’ ও ‘অহংকার’। 


তমা অনেক বেশি আশাবাদী সাদাত হোসেইন পরিচালিত ‘গহীনের গান’ সিনেমাটি নিয়ে। সিনেমাটি এরই মধ্যে সেন্সর বোর্ডে জমা দেয়া হয়েছে। এই সিনেমায় নতুন এক তমাকে দেখতে পাবেন দর্শক, তাই নতুন তমাকে নিয়ে তমা নিজেই আশাবাদী।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh