ফের শফিউলের আঘাত

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১০ নভেম্বর ২০১৯, ০৭:৫৮ পিএম | আপডেট: ১০ নভেম্বর ২০১৯, ০৮:০৩ পিএম

রোহিত শর্মার পর এবার ওপেনার শিখর ধাওয়ানকে ফেরালেন শফিউল ইসলাম। ইনিংসের ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে শফিউলকে উড়িয়ে মারতে গিয়ে মাহমুদউল্লাহর ক্যাচে পরিণত হন ধাওয়ান। ফেরার আগে ১৬ বলে ১৯ রান করেন ধাওয়ান। 

ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে বোল্ড করে বাংলাদেশকে প্রথম সফলতা এনে দেন শফিউল ইসলাম। ইনিংসের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে আঘাত হানেন শফিউল। সাজঘরে ফেরার আগে ৬ বল খেলে মাত্র ২ রান করেন রোহিত।

এর আগে রবিবার (১০ নভেম্বর) নাগপুরে সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ।

একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। মোসাদ্দেক হোসেনের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন মোহাম্মদ মিঠুন।

অন্যদিকে, ক্রুনাল পান্ডিয়ার পরিবর্তে ভারতের একাদশে জায়গা পেয়েছেন মনিশ পান্ডে।


বাংলাদেশ একাদশ

লিটন কুমার দাস, মোহাম্মদ নাঈম, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসাইন, মোহাম্মদ মিঠুন, আমিনুল ইসলাম, শফিউল ইসলাম, আল-আমিন হোসেন ও মুস্তাফিজুর রহমান।

ভারত একাদশ

রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, রিসাভ পান্ত, শিভাম দুবে, মনিশ পান্ডে, ওয়াশিংটন সুন্দর, দীপক চাহার, খলিল আহমেদ ও যুজবেন্দ্র চাহাল। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh