ক্রিকেটারদের সঙ্গে বিসিবির বৈঠক চলছে

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০১৯, ১০:১৩ পিএম | আপডেট: ২৩ অক্টোবর ২০১৯, ১০:১৫ পিএম

১৩ দফা দাবি নিয়ে ক্রিকেটারদের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আলোচনা চলছে। আলোচনায় বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন ও পরিচালকগণ উপস্থিত রয়েছেন।  

প্রসঙ্গত, ক্রিকেদারদের প্রথম দিকে ১১ দফা দাবি থাকলেও পরে বেড়ে হয়েছে ১৩ দফা। সেই দাবির তালিকা আজ বুধবার ই-মেইল ও কুরিয়ারযোগে পাঠিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে। সন্ধ্যায় গুলশানে ১৩ দফা দাবির বিষয়টি সংবাদ সম্মেলনের মাধ্যমে উপস্থাপন করেন ক্রিকেটারদের আইনজীবি ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান।

ওই সংবাদ সম্মেলন শেষে পরবর্তী করণীয় নিয়ে নিজেদের মধ্যে আলোচনায় বসেন ক্রিকেটাররা। তার আগে সাকিব জানান, দ্রুত সমস্যার সমাধান করে যত শিগগির সম্ভব খেলায় ফিরতে চান তারা।

পরে নিজেদের মধ্যে আলোচনা শেষে বিসিবি কার্যালয়ে আসেন ক্রিকেটাররা। নিজেদের দাবি দাওয়া নিয়ে এখন বোর্ডের সঙ্গে বৈঠক চলছে তাদের।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh