একটি তড়িদাহত লেখা

স্নিগ্ধদ্বীপ চক্রবর্তী

প্রকাশ: ২২ অক্টোবর ২০১৯, ০১:৫৪ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

যে কথাটা বলার কথা বলতে গেলে ঠোঁট কেঁপে যায়

আমার ফুলের বর্ণমালার ভিতর-ভিতর ভিত কেঁপে যায়

শব্দ এত নরম তা কে জেনেছে

ছন্দে এত প্রপাত যদি সে জানত

মধ্যবর্তী সময় খালি মধ্যে-মধ্যে জল মেপে যায়

যে কথাটা লেখার ছিল লিখতে গিয়ে হাত কেঁপে যায়

নদী এত তরল তা কে-ই বা জানে

গণিত এত সরল যদি বুঝত সে 

ধান ভানবার বেলা শুধুই শস্যশালায় চাল মেপে যায়

যে-কথাটা ভাবার তবু ভাবতে গিয়ে বুক কেঁপে যায়

এখন আমার সকল লেখায় ভুল থেকে যায়


একটা জীবন ভুল থেকে যায়

একটা মরণ ভুল থেকে যায় ...

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh