মা ইলিশ রক্ষায় পিরোজপুরের বিভিন্ন নদীতে অভিযান

প্রতিনিধি, পিরোজপুর

প্রকাশ: ১৮ অক্টোবর ২০১৯, ০৪:৩২ পিএম

অভিযানে জব্দ হওয়া জাল। (ছবিঃ সাম্প্রতিক দেশকাল)

অভিযানে জব্দ হওয়া জাল। (ছবিঃ সাম্প্রতিক দেশকাল)

নদীতে মা ইলিশ রক্ষায় যৌথভাবে অভিযান পরিচালনা করেছে পুলিশ প্রশাসন ও মস বিভাগ। গতকাল বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সারা রাত পিরোজপুরের কঁচা, সন্ধ্যা ও কালিগঙ্গা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় নদী থেকে অবৈধ ৫ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়।

অভিযানে পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নূরুল ইসলাম বাদল, জেলা মস কর্মকর্তা মো. মোশাররফ হোসেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যরা অংশ নেয়।

অভিযানে জব্দ হওয়া জালগুলো কুমিরমরা ফেরিঘাটে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া জাল থেকে প্রাপ্ত ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় দান করা হয়।

পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান বলেন, মা ইলিশ সংরক্ষণের জন্য সরকার ঘোষিত ৯ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ২২ দিনের এ নিষেধাজ্ঞা যাতে যথাযথভাবে পালন করা হয় এজন্য মস বিভাগের পাশাপাশি পুলিশ প্রশাসনও সচেষ্ট ভূমিকায় রয়েছে।  

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh