হঠাৎ লিফট ছিড়ে গেলে করণীয়

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১০ অক্টোবর ২০১৯, ১০:৫৪ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রযুক্তির কারণে মানুষের জীবনযাত্রা অনেক সহজ হয়েছে। আবার প্রযুক্তির কারণেই মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ছে অনাকাঙ্ক্ষিতভাবে। প্রযুক্তির যুগান্তকারী আবিষ্কারের মধ্যে অন্যতম হচ্ছে অত্যাধুনিক লিফট।লিফট ব্যবহার মানুষের সময় কমিয়ে প্রশান্তি দিয়েছে। উঁচুতলা ভবনগুলোতে লিফটের ব্যবহার বেশি দেখা যায়। অনেক সময় যান্ত্রিক ত্রুটির কারণে লিফট ছিঁড়ে বিপত্তি ঘটে। এসময় সচেতন থাকলে এবং কিছু বিষয় মাথায় রাখলে বড় কোনো দুর্ঘটনা এড়ানো সম্ভব। 

জেনে নিন হঠাৎ লিফট ছিঁড়ে গেলে কী করবেন তা সম্পর্কে: 

১. লিফট ছিঁড়ে গেলে শরীরের ওজনের ১০ গুণ ওজন এসে ভর করে। তাই লিফট ছিঁড়ে গেলে সোজা হয়ে দাঁড়িয়ে থাকুন। ফলে মারাত্মক জখমের শিকার হতে পারেন আপনি।

২. লিফট যখন পড়ে যেতে থাকবে তখন যত দ্রুত সম্ভব চিৎ হয়ে দুই হাত ও পা ছড়িয়ে লিফটের মেঝেতে শুয়ে পড়া একমাত্র নিরাপদ কৌশল।

৩. কখনোই লাফ দেবেন না। লাফালাফি করলে লিফট আরো বেশি গতিতে আছড়ে পড়বে। লাফের কারণে আপনি মাথায় আঘাত পেতে পারেন।

৪. লিফটে বেশি মানুষ থাকলে লিফটের মেঝেতে বসে পড়তে হবে। আপনি দাঁড়িয়ে থাকলে অস্থিতে যে পরিমাণ চাপ পড়ত তার তুলনায় অস্থিতে কম চাপ পড়বে এ পজিশনে। যদি বসে পড়ার মতো জায়গা না থাকে, তাহলে অন্তত চেষ্টা করুন হাঁটু বাঁকা করে রাখতে, এটিও পায়ের বল কমাতে কিছুটা সাহায্য করবে। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh