ফাহাদ হত্যাকাণ্ড

‘বুয়েটে ছাত্র রাজনীতির প্রয়োজন নেই’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০১৯, ০৪:৩৫ পিএম | আপডেট: ০৮ অক্টোবর ২০১৯, ০৪:৫২ পিএম

বুয়েটের ছাত্র কল্যাণ উপদেষ্টা অধ্যাপক ড. মো. মিজানুর রহমান। ছবি: সংগৃহীত

বুয়েটের ছাত্র কল্যাণ উপদেষ্টা অধ্যাপক ড. মো. মিজানুর রহমান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্র রাজনীতির কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বুয়েটের ছাত্র কল্যাণ উপদেষ্টা অধ্যাপক ড. মো. মিজানুর রহমান। 

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীদের আন্দোলনে উপস্থিত হয়ে তিনি এ মন্তব্য করেন। 

তিনি বলেন, আমাদের দেশে বর্তমানে যে পরিস্থিতি, তাতে আমার মনে হয় না যেকোনো বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি থাকার দরকার আছে। বুয়েটে ছাত্র রাজনীতি থাকার কোনো প্রয়োজন নেই।

আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে আছেন কি না, জানতে চাইলে তিনি বলেন, আমি শিক্ষার্থীদের সঙ্গে আছি।

ওই সময় তাকে সেখানে ৫টা পর্যন্ত থাকার অনুরোধ জানান শিক্ষার্থীরা।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh