ছাত্রদলের নেতা বাছাইয়ে ভোট গ্রহণ শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৩৭ পিএম

ছাত্রদলের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাসায় সংগঠনটির নেতৃত্ব এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
ছাত্রদলের শীর্ষ নেতৃত্ব নির্বাচনে সংগঠনটির ১১৭টি শাখার ৫৩৩ জন নেতা ভোট দেবেন। সভাপতি পদে প্রার্থী নয়জন, সাধারণ সম্পাদক পদে প্রার্থী ১৯ জন।
এর আগে আজ বুধবার বিকেলে সংগঠনের নির্দেশনায় ছাত্রদলের কাউন্সিলররা ঢাকাসহ সারা দেশে থেকে নয়াপল্টনে জড়ো হন। পরে সন্ধ্যায় কাউন্সিলর ও প্রার্থীদের নিয়ে বৈঠকে বসেন কাউন্সিলের দায়িত্বপ্রাপ্ত নেতারা। স্কাইপের মাধ্যমে বৈঠকে অংশ নেন ছাত্রদলের অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
জাতীয়তাবাদী ছাত্রদলের ৬ষ্ঠ কাউন্সিল অনুষ্ঠানের কথা থাকলেও শেষ মুর্হূতে নিম্ন আদালতের নিষেধাজ্ঞায় তা বন্ধ হয়ে যায়। সব প্রস্তুতি থাকার পরও কাউন্সিল স্থগিত হওয়ায় এরইমধ্যে ৬ষ্ঠ কাউন্সিলের ৫৬৬ জন কাউন্সিলরকে আজ বুধবার বিকেল ৪টার মধ্যে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত থাকার নির্দেশ দেন নেতারা।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh