আফগান প্রেসিডেন্টের সমাবেশে হামলায় নিহত ২৪

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০১৯, ০৪:২৪ পিএম | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৯, ০৯:১১ এএম

বিস্ফোরণের জায়গা ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। ছবি: সংগৃহীত

বিস্ফোরণের জায়গা ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। ছবি: সংগৃহীত

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানির নির্বাচনি সমাবেশের কাছে আত্মঘাতী হামলায় ২৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩২ জন।

আজ মঙ্গলবার কাবুলের উত্তরে পারওয়ান প্রদেশের রাজধানী চারিকরে এ হামলার ঘটনা ঘটেছে। সন্দেহভাজন জঙ্গি হামলার ঘটনাটি যখন ঘটে তখন ঘানি সমাবেশে ভাষণ দিতে যাচ্ছিলেন বলে জানা গেছে। 

বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, এমন এক সময় হামলাটি হয়েছে, যখন আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনে এখনো সপ্তাহ দুয়েক বাকি আছে।

পারওয়ান হাসপাতালের পরিচালক ডা. আবদুল কাসের সাঙ্গিন জানান, হতাহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে। নিহতদের অধিকাংশকে বেসামরিক বলে মনে হচ্ছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নুসরাত রাহিমি জানান, মোটরবাইকে এক বোমা হামলাকারী এসে সমাবেশের সামনের প্রথম তল্লাশি চৌকিতে বিস্ফোরণ ঘটিয়েছেন। তবে এতে আশরাফ ঘানি অক্ষত রয়েছেন।

এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি।

এছাড়া মধ্য কাবুলে আরেকটি বিস্ফোরণে ছয়জন নিহত হয়েছেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh