২০২০ সাফ ফুটবল আসর আবার ঢাকায়

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০১৯, ১০:৪৪ এএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৯, ১২:৫২ পিএম

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের লোগো। ছবি: গুগল

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের লোগো। ছবি: গুগল

আগামী বছর বাংলাদেশে ফের বসছে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের আসর। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০২০ সালের সেপ্টেম্বরে ঢাকায় হবে দক্ষিণ ‘এশিয়ার বিশ্বকাপ’ খ্যাত এই ফুটবল টুর্নামেন্ট। গত বছরও ঢাকায় বসেছিল সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। এর আগে ২০০৩ ও ২০০৯ সালেও সাফ ফুটবলের আয়োজক ছিল বাংলাদেশ।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের হেড অব মিডিয়া আহসান আহমেদ অমিত সোমবার এ খবর জানিয়েছেন। ফিফার কংগ্রেসে বাংলাদেশ ২০২০ সাফ ফুটবলের স্বাগতিক হতে আগ্রহ প্রকাশ করার পর কোনো দেশ তাতে আপত্তি করেনি। সর্বসম্মতিতে আবারো আয়োজক হচ্ছে বাংলাদেশ।

সাফ ‍ফুটবল ছাড়াও আগামী বছর তিনটি বয়সভিত্তিক প্রতিযোগিতা হবে দক্ষিণ এশিয়ায়। তবে এই তিন প্রতিযোগিতার ভেন্যু এখনও ঠিক হয়নি।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh