ঘৃণা ছড়ানোয় নেতানিয়াহুর ফেসবুক পেইজ বন্ধ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০১৯, ১২:১৮ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৯, ১২:২০ পিএম

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

ঘৃণা ছড়ানোর অভিযোগ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অফিশিয়াল পেইজে নিষেধাজ্ঞা দিয়েছে ফেসবুক।

গার্ডিয়ানের খবরে জানানো হয়, আরবদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর পোস্ট দেওয়ায় ২৪ ঘণ্টার জন্য তাঁর পেইজটি বন্ধ রাখা হয়।

নেতানিয়াহুর অফিশিয়াল পেইজ থেকে পোস্ট করা হয়, “আরবরা আমাদের নারী, শিশু এবং পুরুষ সবাইকে ধ্বংস করতে চায়।”

বৃহস্পতিবার ফেসবুক জানায়, তাঁর এই বক্তব্য তাদের হেইট স্পিচ পলিসি লঙ্ঘন করেছে।

তবে এই পোস্ট তিনি লেখেননি বলে দাবি করেছেন নেতানিয়াহু। ইসরায়েলি একটি রেডিওকে নেতানিয়াহু বলেন, “তাঁর কোনো কর্মী এই ভুলের জন্য দায়ী।”

ইহুদি ডানপন্থী দল লিকুদ পার্টির প্রেসিডেন্ট নেতানিয়াহু আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া সাধারণ নির্বাচনের জন্য লড়ছেন। নির্বাচনে জনসমর্থন পেতে কট্টর জাতীয়তাবাদী বক্তব্য দিচ্ছেন ৬৯ বছর বয়সী এই ইহুদি নেতা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh