বান্দরবানে ডেঙ্গুতে একজনের মৃত্যু

প্রতিনিধি, বান্দরবান

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৪৬ এএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৯, ০১:২৯ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বান্দরবানের রুমা উপজেলা চেয়ারম্যানের স্ত্রী ডমেচিং মারমা ওরফে বেবী বড়ুয়া (৩২) ডেঙ্গুতে আক্রান্ত হ‌য়ে মারা গেছেন। চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি আজ বৃহস্পতিবার ভোর ৪টা ৫৭ মিনিটে মারা যান।

তিনি রুমা উপজেলা চেয়ারম্যান ও রুমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি উহ্লাচিং মারমার স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত কয়েক দিন আগে অসুস্থ হয়ে পড়লে রুমার একটি ডায়াগনস্টিক সেন্টারে রক্ত পরীক্ষা করান। পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে। এরপর তাকে চট্টগ্রামে নিয়ে সিএস‌সিআর নামে একটি বেসরকারি ক্লি‌নিকে ভর্তি করানো হয়। ওই ক্লিনিকে চিকিৎসাধীন থাকা অবস্থায় বৃহস্পতিবার ভোরে তি‌নি মারা যান।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh