আমাকে পোড়াতে এসো না

রিক্তা রিচি

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০১৯, ১১:০৩ এএম | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৯, ১১:৩৪ এএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

আমাকে পোড়াতে এসো না আগুন, আমাকে পোড়াতে এসো না।

পারো যদি পুড়িয়ে দাও জানোয়ারদের মনের কলঙ্ক, পুড়িয়ে দাও কালো ঝর্ণার বহতা, পুড়িয়ে দাও লালসার ক্যালকুলাস। 

আমাকে পোড়ালে কী আর হবে? পুড়ে গেলে শুদ্ধ হবে না পৃথিবীর কালো পথ, বন্ধ হবে না ফুল, কলি ও চারাগাছের ধর্ষণ। বন্ধ হবে না হানাহানির দূর্নিবার জাল, রুদ্ধ হবে না ধর্মের দেয়াল, নিছক ফতোয়া। 

তার চেয়ে বরং পুড়িয়ে দাও সমাজের কালো ড্রেন যা বহু বছর মস্তিষ্কে ক্যানসার জমিয়ে রেখেছে।

পুড়িয়ে দাও সিরাজের মতো শুয়োরের মুখোশ পরা শিশ্ন।

খুলে দাও তৃতীয় দুয়ার, শুদ্ধ করো সকল হৃদয়, ফিরিয়ে দাও গাছেদের সবুজ প্রাণ, ফুলেদের হাঁটার সরল পথ। 

অকারণে জীবন খেয়ো না, জীবনের পথে স্বপ্ন অনেক। অকারণে ব্যথা দিও না। ব্যথার জাহাজে প্রাণ মুমূর্ষু । বরং বৈশাখি বাতাসে ভাসিয়ে নাও সকল জঠোর।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh