রাজশাহীর বড়াল নদী থেকে তিন লাশ উদ্ধার

প্রতিনিধি, রাজশাহী

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০১৯, ০৬:৩৩ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৯, ০৬:৩৪ পিএম

রাজশাহীর বড়াল নদীর স্লুইসগেট। ছবি: সাম্প্রতিক দেশকাল

রাজশাহীর বড়াল নদীর স্লুইসগেট। ছবি: সাম্প্রতিক দেশকাল

রাজশাহীর চারঘাট উপজেলায় পদ্মার মোহনায় বড়াল নদীর স্লুইসগেট থেকে অজ্ঞাত তিনটি লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার বেলা ৩টার দিকে লাশ তিনটি উদ্ধার করে পুলিশ। রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী পুলিশ সুপার ইফতেখায়ের আলম এ তথ্য জানান।

ইফতেখায়ের আলম বলেন, ‘শুক্রবার সকালে কচুরিপানার মধ্যে প্রথমে স্থানীয়রা লাশগুলো দেখতে পান। পরে খবর দেওয়া হলে বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার অভিযান শুরু করি। আমরা তিনটি লাশ উদ্ধার করে। তিন জনই পুরুষ। মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে মরদেহগুলো রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে এলে বিস্তারিত বলা যাবে। পুলিশ ধারণা করছে, একজনের বয়স ৫০ বছর। বাকি দু’জনের বয়স ৪০ বছর।

চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমিত কুমার কুণ্ডু বলেন, আমরা ধারণা করছি লাশগুলো উজান থেকে ভেসে এসেছে। কচুরিপানায় ঢেকে ছিল বলে লাশগুলো অনেকটাই পচে গেছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশকে সকালেই খবর দেওয়া হয়েছে। তাদের সহয়তায় আমরা তিনজনের পরিচয় শনাক্ত করতে পারব বলে আশা করছি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh