বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করল ‘বিএসএফ’

প্রতিনিধি, ঠাকুরগাঁও

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০১৯, ১১:২৭ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৯, ০৭:০৬ পিএম

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ডাবরী সীমান্তে কামাল হোসেন (৩২) নামের এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে বিএসএফের বিরুদ্ধে। হত্যার পর ওই ব্যক্তির লাশ বাংলাদেশে ফেলে রেখে যায় বিএসএফ।

শুক্রবার ভোরে ডাবরী সীমান্তের ৩৬৯ পিলার এলাকার কাঁটাতারের পাশ থেকে পরিবারের সদস্যরা কামালের মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন।

তিনি ওই উপজেলার গেরুয়াডাঙ্গী গ্রামের মো. হাকিম উদ্দিনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে গেদুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল হামিদ জানান, নিহত কামালের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে এবং তার ডান হাত ভেঙে দেওয়া হয়েছে। বিএসএফ এই ঘটনার সঙ্গে জড়িত বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

এ বিষয়ে নিহত কামাল হোসেনের পরিবারের পক্ষ থেকেও এখন পর্যন্ত কিছু জানা যায়নি।

এ ব্যাপারে ঠাকুরগাঁও-৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম সামিউন্নবী চৌধুরী জানান, এক বাংলাদেশি মৃত্যুর সংবাদ পেয়েছি। তবে এখন পর্যন্ত ভারতের ফুলবাড়ী বিএসএফের পক্ষ থেকে তাদের সংশ্লিষ্টতা অস্বীকার করা হয়েছে।

এ বিষয়ে বিজিবি-বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে। সেখানে বিষয়টি খোলাসা হবে বলে জানান তিনি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh