আ.স.ম আবদুর রবকে দেখতে গেলেন মির্জা ফখরুল

বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী জেএসডির সভাপতি আ.স.ম আব্দুর রবকে দেখতে গিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সোমবার (১৩ মে) সন্ধ্যায় রবের উত্তরার বাসায় দেখতে যান তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, আ.স.ম আব্দুর রবের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে বাসায় গিয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম। এর বাইরে আরও নানা বিষয় নিয়ে কথা বলেন তারা।

বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে আ.স.ম রব দীর্ঘদিন রাজনীতিতে সক্রিয় নেই। দলের নেতাকর্মীরা তার সঙ্গে সাক্ষাৎ করতে বাসায় যান।

এসময় উপস্থিত ছিলেন রবের স্ত্রী জেএসডির সহ-সভাপতি তানিয়া রব, বিএনপির মিডিয়া সেলের সদস্য জহির উদ্দিন স্বপন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //