জ্যামিতিক হারে গুম ও বিচার বহির্ভূত হত্যা বেড়েছে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এই সরকারের আমলে জ্যামিতিক হারে গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যা বেড়েছে। আজ বুধবার (১৭ এপ্রিল) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, সরকারের নির্দেশেই বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীকে গুম করা হয়। তাকে ফিরে পাওয়ার অধীর অপেক্ষায় আজও প্রহর গুনছে তার পরিবার। আজ ইলিয়াস আলী গুমের ১২ বছর পূর্ণ হলো।

তিনি বলেন, খুন ও গুম করা হচ্ছে বিরোধী নেতাকর্মীদের। তবে এখন গুম করার ধরন পরিবর্তন করছে সরকার। কেউ কয়েকদিন পর ফিরে আসলেও কারো মিলছে মরদেহ। তার বক্তব্য, ভয় দেখাতেই গুম করছে সরকার। প্রধান লক্ষ্য, বিরোধী দলকে নির্মূল করা। এর জন্য সরকারকে একদিন বিচারের মুখোমুখি করা হবে বলে জানান তিনি।

বিএনপির ৬০ লাখ নেতা-কর্মীর নামে সরকার মামলা দিয়েছে বলে সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বক্তব্য দেন। তা চ্যালেঞ্জ করে গত সোমবার (১৫ এপ্রিল) সেই তালিকা চান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সে প্রসঙ্গে রিজভী বলেন, ওবায়দুল কাদের সাহেব কীসের তালিকা চাইছেন? এর আগেও তালিকা দেয়া হয়েছিলো। আর তালিকা তো আপনাদের কাছেই রয়েছে। আইন-আদালত, থানা-পুলিশ সবই আপনাদের কব্জায়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //