পাহাড়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে সরকারের ভূমিকা রহস্যজনক: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, পাহাড়ে সশস্ত্র গোষ্ঠির সন্ত্রাসী কর্মকাণ্ডে সরকারের রহস্যজনক ভূমিকা আছে। ক্ষমতাসীনদের যোগসূত্র আছে। গোটা ঘটনা সরকারের পরিকল্পিত। সরকারের প্রত্যক্ষ ভূমিকা ছাড়া সন্ত্রাসীরা এমন ঘটনা ঘটাতে পারতো না। 

রবিবার (৭ এপ্রিল) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী অভিযোগ করেন, বাকশালি সরকারের কবলে পড়ে সাধারণ মানুষ দুর্বিসহ জীবনযাপন করছে। 

তিনি বলেন,  নির্বাচনী ব্যবস্থাকে কলুষিত করে ক্ষমতা দখল করে আছে। দেশকে সর্বগ্রাসী অত্যাচারী রাষ্ট্রে পরিণত করেছে সরকার। ঈদের আনন্দ নেই মানুষের মাঝে। মধ্যবিত্ত আর নিম্নবিত্তের এবারের ঈদ নিরানন্দে কাটবে। 

প্রতিহিংসার বশবর্তী হয়ে আদালত ব্যবহার করে খালেদা জিয়াকে সাজা দেয়া হয়েছে। ডামি নির্বাচনের পর অনেকে জামিন পেলেও আবারও নতুন নতুন মামলায় কারাগারে পাঠানো হচ্ছে নেতাকর্মীদের অভিযোগ রিজভীর। 

কারাগারে এবারও ঈদ করতে হচ্ছে বহু নেতাকর্মীকে। বলেন, সংবিধান,আদালত বলতে কিছু নেই।  এদিকে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে গরিব, দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে জাতীয়তাবাদী যুবদল।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //