ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করলো কেন, প্রশ্ন রিজভীর

ভারত কেন পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছে আওয়ামী লীগের নেতাদের কাছে সেই প্রশ্ন করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘বাংলাদেশ আর ভারতের মধ্যে নাকি স্বামী-স্ত্রীর সম্পর্ক। রমজান মাসেই তো পেঁয়াজের দরকার বেশি, তাহলে ভারত পেঁয়াজ বন্ধ করলো কেন? পণ্য বর্জনের কথা বললে, দেশি জিনিস কেনার কথা বললে আওয়ামী লীগের মন্ত্রী-নেতাদের গা জ্বালা করে। ওবায়দুল কাদের এবং হাছান মাহমুদরা ক্লান্ত হয়ে গেছেন- কেন বাংলাদেশের মানুষ ভারতের পণ্য বর্জন করছে। প্রতিদিন একটার পর একটা হুমকি ওবায়দুল কাদের এবং হাসান মাহমুদ দিচ্ছেন। এমন ক্রীতদাস আমরা, শোষিত হবো নির্যাতিত হবো তবুও প্রতিবাদ করতে পারবো না।’

আজ সোমবার (২৫ মার্চ) ডিআরইউতে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট আয়োজিত ‘রমজানে দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধিতে অসহায় শিক্ষক পরিবার’ শীর্ষক ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

দেশ একটি বিশেষ নৈরাজ্যকর পরিস্থিতি অতিক্রম করছে দাবি বরে রিজভী বলেন, ‘নিম্নয়ের মানুষ, মধ্যম-আয়ের মানুষ এই রমজান মাসে ছোলা কিনতে পারে না, ডাল কিনতে পারে না, পেঁয়াজ কিনতে পারে না, মরিচ কিনতে পারে না, তেল কিনতে পারে না। কিনতে পারে না বলেই আজ মা তার সন্তানকে বিক্রি করছে, বাংলার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ক্ষুধার আর্তনাদ।’

তিনি বলেন, ‘‘আমাদের গলা থেকে কোনো আওয়াজ বের হবে না, শেখ হাসিনা সেটাই করতে চান। ডামি নির্বাচনে অনেক প্রার্থীই বলেছেন ‘আমাকে সরকার পরাজিত করতে পারবে না, কারণ আমি ভারতের প্রার্থী।’ শেখ হাসিনা আপনার আমি আর ডামির নির্বাচনে কতজন ভারতের প্রার্থী ছিলেন সেটি যদি আপনি জনগণকে জানাতে পারতেন তাহলে জনগণ সত্য ঘটনা জানতে পারতো।’’

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //