স্লোগানে মুখর নয়াপল্টন, বাড়ছে নেতাকর্মীদের ভিড়

দলের চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজবন্দীদের মুক্তি ছাড়া, ডামি নির্বাচনে অবৈধ সংসদ বাতিল, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদসহ এক দফা দাবিতে আজ রাজধানী ঢাকাসহ দেশের সব মহানগরে কালো পতাকা মিছিল করবে বিএনপি। 

আজ শনিবার (২৭ জানুয়ারি) দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে। এ লক্ষ্যে ইতোমধ্যেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেছেন দলটির নেতাকর্মীরা।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ভিড়ও বাড়তে থাকে। এ সময় কালো পতাকা ছাড়াও ব্যানার-ফেস্টুন হাতে বিভিন্ন স্লোগান দিতে দিতে দলে দলে কার্যালয়ের সামনে অবস্থান নিতে দেখা যায় বিএনপি নেতাকর্মীদের। এতে স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে নয়াপল্টন এলাকা।

দুপুর ২টায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি ফকিরাপুল হয়ে আরামবাগ মোড় ঘুরে আবারও নয়াপল্টনে এসে শেষ হবে। ইতোমধ্যেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ২টি ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চ তৈরির কাজও শুরু হয়েছে। রাজধানী ঢাকার পাশাপাশি দেশের সব মহানগরেও এ কর্মসূচি পালন করবে বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো।

উল্লেখ্য, গত ২১ জানুয়ারি দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে অপর এক সংবাদ সম্মেলনে কর্মসূচি পালনের অনুমতির বিষয়টি নিশ্চিত করেন তিনি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //