‘হারাধনের একটি ছেলে’ মেনন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ আসনে (উজিরপুর-বানারীপাড়া) ১৪-দলীয় জোটের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে জয়লাভ করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। সেখানে তিনি প্রায় ৯০ হাজার ভোটের ব্যবধানে জয়ী হন। নিজের এ বিজয়কে ‘বিস্ময়কর’ বলে মন্তব্য করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি।

আজ বুধবার (১০ জানুয়ারি) জাতীয় সংসদ ভবনে শপথ নেওয়ার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

রাশেদ খান মেনন বলেন, আমার বিজয়টা এবার বিস্ময়কর লেগেছে, কারণ আমি ৭৩ সাল থেকে এ পর্যন্ত নির্বাচন করে এবার আমি সর্ববৃহৎ ব্যবধানে জিতেছি। প্রায় ৯০ হাজার ভোটে আমি জিতেছি। ভোটে মানুষের স্বতঃস্ফূর্ততা আমার ভালো লেগেছে।

গত সংসদে জোটের বেশ কয়েকজন এমপি ছিলেন, এবার আপনি একা, অনুভূতি কেমন? এমন প্রশ্নের জবাবে মেনন বলেন, ‘হারাধনের একটি ছেলে। টেকাটাই গুরুত্বপূর্ণ। সংগ্রাম করে টিকে থাকাটা বড় ব্যাপার।’

রাজধানী ছেড়ে নিজের এলাকায় ভোট করে কেমন লাগল? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ১৪-দলীয় জোটের এ নেতা বলেন, এই আসনে (বরিশাল-২) ১৯৯১ সালেও আমি এমপি ছিলাম। সেখানে পিছিয়ে থাকা লোকজন রয়েছে। তারপরও আমি মনে করেছি যে মানুষ আমাকে পুরনোভাবেই গ্রহণ করেছে। সেভাবেই তারা আমাকে দেখতে চায়।

ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, বিশেষ করে আমরা যারা সাধারণ মানুষের সাথে মিশি, চলি, যাদের অর্থবিত্ত নেই তাদের এ ধরনের নির্বাচনে বেরিয়ে আসা কঠিন কাজ। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //